Log In

সংবাদ শিরোনাম:

ম্যানসিটিকে বড় অঙ্কের জরিমানা

ম্যানসিটিকে বড় অঙ্কের জরিমানা

ক্রীড়া প্রতবিদেক
রেফারির সঙ্গে বাজে আচরণের দায়ে ম্যানচেস্টার সিটিকে ১ লাখ ২০ হাজার পাউন্ড জরিমানা করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। বাংলাদেশি টাকায় যে অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ১ কোটি ৬৬ লাখ টাকা। গত ৩ ডিসেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় নিজেদের ঘরের মাঠে ইতিহাদ স্টেডিয়ামে টটেনহ্যামের বিপক্ষে খেলতে নামে ম্যানসিটি। ম্যাচের শেষ দিকে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ড রেফারি সিমন হোপারের সঙ্গে বিতর্কে জড়ান। পরে তাৎক্ষণিকভাবে হালান্ডকে হলুদ কার্ড দেখান রেফারি। ওই ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছিল। সিটি অবশ্য ফুটবল অ্যাসোসিয়েশনের জরিমানার সিদ্ধান্ত মেনে নিয়েছে। তারা জানিয়েছে, ভুলভাবে খেলোয়াড়দের প্রতিবাদ করা উচিত হয়নি। ঘটনাটি ঘটে ম্যাচের ৯৪তম মিনিটে। এর আগে খেলার ৮৯তম মিনিট পর্যন্ত সিটি ৩-২ গোলে এগিয়ে ছিল। কিন্তু ৯০তম মিনিটে দেজান কুলুসিভস্কির গোলে ৩-৩ সমতায় ফেরে টটেনহ্যাম। এরপর জয় পেতে মরিয়া হয়ে উঠে সিটি। এরপর যখন হালান্ড বল নিয়ে টটেনহ্যামের গোলের দিকে ছুটছিলেন তখন তাকে ফেলে দেন প্রতিপক্ষের ডিফেন্ডার ইমারসন। কিন্তু হালান্ড কৌশলে বলটি গ্রিলিশের কাছে পাস দিয়ে দিলে গ্রিলিশ বল নিয়ে গোল নিশ্চিতের কাছাকাছি চলে গেলে রেফারি বাঁশিতে ফুঁ দিয়ে তাকে থামিয়ে দেন এবং হালান্ডকে ফেলে দেওয়ার কারণে সিটির পক্ষে ফাউল ঘোষণা করেন। এতেই খেপে যায় সিটির খেলোয়াড়রা। সিটির খেলোয়াড়রা জানায়, রেফারি যথাসময়ে সিদ্ধান্ত না দিয়ে পরে বাঁশি বাজিয়েছেন, যখন তারা গোলের কাছাকাছি চলে গেছে। এ সময় তারা রেফারিকে ঘিরে ধরেন। পরে মাঠের বিতর্ক শেষ পর্যন্ত সিটিকে জরিমানা গুনতে বাধ্য করেছে।

বংলার জামিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *